কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নদী ও জলাশয়গুলোতে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে অবাধে ডিম ওয়ালা মা মাছসহ অন্যান্য মাছ নিধন চলছিল। কয়েক দিন পূর্বে বেশ কিছু পত্রিকা ও পোর্টালে এসব জাল দিয়ে মাছ নিধনের খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচরে আসে।
১৪ জুলাই সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলার নদী ও বিভিন্ন বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।পরে দুপুরে উপজেলা পরিষদ ও প্রশাসন চত্ত¦রে জব্দকৃত এসব জাল পুড়ে ফেলা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার ভূমী জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী প্রমুখ উপন্থিত ছিলেন।
Leave a Reply