জয়ন্ত সাহা যতন সুন্দরগঞ্জ প্রতিনিধি:”নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সাবু।
এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান মিঞা,সুন্দরগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক,সাংবাদিক জয়ন্ত সাহা যতন,আনিছুর রহমান আগুন,জুয়েল রানা,বেলাল হোসেন প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু তার অফিস কক্ষে মতবিনিময়কালে মৎস্য সপ্তাহের ৭ দিনের কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন মৎস্য সপ্তাহের প্রথম দিন বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে।
দ্বিতীয় দিন উপজেলার রামজীবনে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় করবেন। তৃতীয় দিন ব্যানার ফেস্টুনসহ র্যালি, আলোচনা সভা, মৎস্য চাষি-ব্যাক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানসহ মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। চতুর্থ দিন মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পঞ্চম দিন মাছ চাষিদের নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি ও মাটি পরিক্ষা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ জলাশয়ে পোনামাছ অবমুক্তসহ মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে।
ষষ্ঠ দিন মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। সপ্তম দিন জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়নের মাধ্যমে সমাপ্তি করা হবে। মৎস্য কর্মকর্তা আরো বলেন এ মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে- “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। আমাদের প্রাণিজ আমিষের প্রায় ৬০% যোগান দেয় মাছ। মোট জিডিপির ৩.৫৭% এবং কৃষিজ জিডিপির ২৬.৫০% মৎস্য খাতের অবদান। মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু আরো বলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ি বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম।
Leave a Reply