সজিনা
ভালো ফলন পেতে হলে সজিনা গাছ নিয়মিত গ্রুনিং করতে হবে।
প্রুনিং করলে ফলন প্রায় ৩ গুণ বেশি হয়।প্রুনিং না করলে সজিনা গাছের ডালপালা অনেক কম হয়। ফলে ফল ও পাতা উৎপাদন কম হয়।
আরো জানুন>> সুপার ফুড মিরাক্কেল শাক সজনে পাতা
প্রুনিং পদ্ধতি:
১.বারোমাসি, এক ফসলী ও পাতার জন্য লাগানো সজিনা গাছের বয়স যখন ৩ মাস হবে তখন সজিনা গাছের আগা কেটে দিতে হবে, এতে গাছ উপরের দিকে বৃদ্ধি হতে না পেরে ৩-৪ টি ডাল দ্রুত বৃদ্ধি পাবে।
২.২মাস পর আবারও সেই ডালগুলোর আগা কাটতে হবে, এতে গাছে অনেক ডালপালা হবে। ভালো ফলাফলের জন্য আবার তৃতীয় ধাপে ডালের আাগা কেটে দিতে পারেন।এবং যদি কোনো ডাল অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডালের আগা কেটে দিতে হবে।
প্রুনিং এর উপকারীতা:
১.প্রুনিং এর প্রধান উদ্দেশ্য হল গাছের অঙ্গজ বৃদ্ধি ও ফল ধারণের মধ্যে সাম্যতা আনয়ন করা।
২.ফল উৎপাদন শাখা প্রশাখা সংখ্যা বৃদ্ধি করা।
৩.গাছের উৎপাদন ক্ষমতা এবং ফলের গুণগত মান বৃদ্ধি করা।
৪.অনুৎপাদনশীল গাছে ফল ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন নতুন ডালপালা গজানো ।
৫.গাছের কোন ক্ষতস্থানে সারানো।
৬.পরবর্তী বছরগুলোতে ফুল-কুঁড়ির বিকাশ বৃদ্ধির নিশ্চয়তা প্রদান করা।
জেনে নিন>> লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ Fulkaffi chash
৭.বেশি সংখ্যক ফল ধারণের নিশ্চয়তা প্রদান করা।
৮.ফলের গুণগত মান, বর্ণ এবং আকার উন্নত করা ও বেশি পাতা পাওয়া পাওয়া যাবে।
এভাবে নিয়মিত প্রুনিং করলে সজনের ফলন অনেক বেশী ফলন হবে। তাই ভালো ফলন পেতে হলে অবশ্যই নিয়মিত প্রুনিং করতে হবে।
[…] […]
[…] […]