রংপুর থেকে শরিফা বেগম শিউলী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা কমিটির আয়োজনে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ জুলাই শনিবার রাত ৮টায় রিপোর্টার্স ক্লাব রংপুর মিলনায়তনে বিএমএসএফ রংপুর জেলা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএমএসএফ রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হুসাইন, সহ-সাধারণ সম্পাদক জিএম জয়, সহ-সভাপতি আবুল হোসেন বাবলু।
এসময় কেন্দ্রীয় সহ-সভাপতি রতন সরকার, কেন্দ্রীয় নেত্রী শরিফা বেগম শিউলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহম্মেদ,সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান, আমিরুল ইসলাম, আহসান হাবিব মিলন, আমিনুল ইসলাম, ইকবাল সুমন, হাসান আল শাকিব,সুমন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বিএমএসএফের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply