কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়া গ্রাম দুটি হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা।
গ্রাম দুটির শতাধিক মানুষ ঈদুল আযহার নামাজে অংশ গ্রহণ করেন। ছিট পাইকেরছড়া গ্রামে অনুষ্ঠিত ঈদের জামায়াতে ওই গ্রামের মুসল্লী ছাড়াও উপজেলার জয়মনিরহাট ও পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বেশ কিছু মুসল্লী অংশ গ্রহণ করতে আসেন। ছিট পাইকেরছড়ার ঈদ জামায়াতের ইমামতি করেন মওলানা মোকছেদুল ইসলাম। পাইকডাঙ্গা গ্রামের ঈদের জামায়াতে ইমামতি করেন মওলানা আশরাফুল ইসলাম। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে মুসল্লীদের নিরাপত্তা দেয়া পুলিশ।
ছিট পাইকেরছড়া গ্রামের মুসল্লী সিরাজুল ইসলাম, নূরুল ইসলাম, মাইদুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি।
Leave a Reply