শামছুল হক চৌধুরী একজন কৃতি শিক্ষক, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ ছিলেন।তিনি অভিন্ন পাইকের ছড়া ইউনিয়নের চরবলদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।
বরনীয় মুক্তিযোদ্ধা ও এমপি, গভর্নর শামছুল হক চৌধুরী ও শিক্ষক এর বর্ণাঢ্যময় সংক্ষিপ্ত জীবনী:
জন্ম: ৩০শে জুন, ১৯৩৬সাল।
মৃত্যু: ০৭ মে, ২০০৮সাল।
জন্মস্থান: গ্রাম: চরবলদিয়া, উপজেলা: ভূরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম।
প্রাথমিক শিক্ষা: রাজা শ্রীশ চন্দ্র রায় স্কুল (ইংরেজী মাধ্যম), বাংলাসোনাহাট-১৯৪২-৪৬ইং।
মাধ্যমিক শিক্ষা: ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়, ১৯৪৭-৫০ইং।
উচ্চ মাধ্যমিক শিক্ষা: রংপুর কারমাইকেল কলেজ, রংপুর ১৯৫১-৫৩ইং।
স্নাতক: আনন্দমহোন কলেজ, ময়মনসিংহ ১৯৫৩-৫৬ইং।
এল.এল.বি: ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৫৭-৫৮ইং।
১৯৫২ইং ভাষা আন্দোলন: সাংগঠনিক সম্পাদক, বিপ্লবী ছাত্র পরিষদ, রংপুর ।
১৯৫৪ইং মুসলীমলীগ বিরোধী যুক্তফ্রন্টের নির্বাচনী পরিচালনা কমিটির সংগঠক, কুড়িগ্রাম।
১৯৫৮ইং: সোনাহাট উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।
১৯৫৯-’৭০ইং: সহকারী শিক্ষক, ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়।
১৯৬৬ইং: আইয়ুব বিরোধী আন্দোলনে সম্মিলিত বিরোধী দল (কপ)এর ভুরুঙ্গামারী থানা স্টিয়ারিং কমিটির সংগঠক, কুড়িগ্রাম।
১৯৬৯ইং: গন অভ্যূথানের নেতৃত্ব প্রদান (কুড়িগ্রাম জেলার)।
১৯৭১ইং: স্বাধীনতা সংগ্রামে ০৬ নং সেক্টরের প্রচার ও প্রকাশনাবিভাগের সভাপতি, এবং উত্তর বঙ্গের কুড়িগ্রাম জেলার মুক্তিযোদ্ধের অন্যতম প্রধান সংগঠক এর দায়িত্ব পালন।
১৯৭২ইং: বাংলাদেশ আইন পরিষদ এর সদস্য (এম সি. এ) হিসেবে বাংলাদেশের সংবিধান রচনায় অংশগ্রহন।
১৯৭৩ইং: সাধারন নির্বচনে জাতীয় সংসদ সদস্য (এম. পি.) নির্বাচিত হন।
১৯৭৫ইং: গভর্নর নিযুক্ত।
১৯৭৭-১৯৮২ইং: সভাপতি, বাংলাদেশআওয়ামীলীগ, কুড়িগ্রাম জেলা শাখা।
১৯৭৯ইং: সাধারন নির্বচনে জাতীয় সংসদ সদস্য (এম. পি.) নির্বচিত।
১৯৮৫ইং: উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভুরুঙ্গামারী।
১৯৮৯ইং: উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভুরুঙ্গামারী।
১৯৯৬ইং: জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে ব্যাপক গনসংযোগ চালান।
২০০১ইং: আওয়ামীলীগএর মনোনীত প্রার্থী হিসাবে কুড়িগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দিতা করেন ।
২০০৮ এর ০৭ মে উত্তর বঙ্গের এই অবিসংবাদিত নেতা, বরনীয় মুক্তিযোদ্ধার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটে।।
Leave a Reply