গত সাত জানুয়ারি শুক্রবার বগুড়া উডবার্ণ সরকারী গণগ্রন্থাগারে সাহিত্য সংগঠন ”সময়ের সুর” এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর তরুন কবি ও ছড়াকার মাহমুদুল হাসান খোকনের ছড়াগ্রন্থ “যে ছড়ায় ইমান জাগে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
কবি ও ছড়াকার মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সত্তর দশকের অন্যতম কবি মনজুর রহমান ,বিশেষ অতিথি হিসেবে কবি ও ছড়াকার বেলাল হোসাইন বকুল, কবি ও প্রকাশক- দিলখোলাশা জাহিদ খান, সময়ের সুরের প্রকাশক ফাতেমাতুন নূর, কৃষিবিদ মো: আহসান হাবিব লিবার্টি ও বগুড়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কবি মনজুর রহমান কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। উদ্বোধনকালে তিনি বলেন , “যে ছড়ায় ইমান জাগে” ছড়াগ্রন্থের প্রতিটি ছড়া ইসলামী নানা বিষয় নিয়ে সাজানো একটি ছড়াগ্রন্থ। এর প্রতিটি ছড়া পাঠকের মনে ব্যাপক সাড়া ফেলবে বলে আমি জোর আশাবাদী।সঙ্গে বইটির বহুল প্রচার ও লেখকের ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এছাড়া কবি আ. ন. ম ফজলুর রহমান, কবি শ.ম দেলোয়ার জাহান খালেদ মোরশেদ বিপ্লব,উদীয়-মান তরুণ কবি আনোয়ার রশিদসহ বিভিন্ন জেলার নবীন প্রবীণ কবি ছড়াকার, লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply