কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (রবিবার) ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পড়ুন>> সাত বছরের সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎ পিতা গ্রেপ্তার
নিহতরা হলো অপু মিয়ার মেয়ে সেফালী, সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তারা সবাই সমবয়সি এবং সবার বয়স ৫ বছর। তারা তিনজন মামাতো ফুফাতো বোন। স্বজনরা জানায়, বাড়ির সাথে লাগোয়া সংকোশে (ডোবা) তিনজন সবার অজান্তে গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষন তাদের দেখা না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে পরিবারের লোকজন।
এসময় পানিতে একজনের মরদেহ ভাসতে দেখে সাদ্দাম হোসেন। সাদ্দামের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানান, এরা তিনজনের মধ্যে সাদিয়া এবং জেসমিন চাচাতো বোন এবং সেফালী ফুফাতো বোন।
বাড়ি পাশাপাশি হওয়ায় তারা তিনজন সারাদিন একসাথে থাকতো এবং খেলা ধুলা করতো। আজকের এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[…] এক বছর আগে বিয়ে হয়। জেনে নিন>>ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবা… মেয়ের বাবা সাদেক আলী বলেন, বিয়ের পর […]
[…] এক বছর আগে বিয়ে হয়। জেনে নিন>>ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবা… মেয়ের বাবা সাদেক আলী বলেন, বিয়ের পর […]