কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫১ জন দুস্থ মহিলাকে সেলাই প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করেছে পাইকের ছড়া ইউনিয়ন পরিষদ।৬ সেপ্টেম্বর সোমবার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ^রী উচ্চ বিদ্যালয় হল রুমে ৫১ জন সেলাই প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে বিনা মুল্যে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
লোকাল গর্ভমেন্ট সাপোটিং প্রজেক্ট এর অর্থায়নে এসব দুস্থ মহিলাদের বিনা মুল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাইকের ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাটেশ^রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান,সেলাই প্রশিক্ষক মরিয়ম বেগম, রবিউল ইসলাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
পাইকের ছড়া থেকে সুজন
সরকারকে ধন্যবাদ