কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ২২ জুন উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য ালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে শেষ হয়।
র্যালী শেষে অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী মেলার উদ্বোধন করেন ।ভূরুঙ্গামারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ,উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভূরুঙ্গামারীর আয়োজনে তিন দিনব্যাপী মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭টি স্টল অংশগ্রহণ করে।
Leave a Reply