ভুরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রাম হতে ১৫ বিজিবির আওতাধীন শিংঝাড় বিজিবির নায়েক মোঃ ইব্রাহিম বিকাল ২.৪০ মিনিটে ৯ গ্রাম (৯ পুরিয়া) হেরোইন সহ মোঃ রিয়াজুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক রিয়াজুল সদর ইউনিয়নের পশ্চিম দেওয়ানের খামার গ্রামের মৃত আলাউদ্দিন মাষ্টারের পুত্র। পরে আটক রাত ৯টার সময় আটক রিয়াজুলের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে দঃবিঃ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)টেবিল এর৮(খ)ধারায় মামলা দায়ের করে।
মামলা নং ১০,তারিখ ২৮.৯.২০২১ ইং।ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply