ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ।ঋতু এ বৈচিত্রের জন্যই সারা বছরজুড়েই ফলে ফলে বিভিন্ন ধরণের ফল,শাক ও সবজি।আমাদের দেশের কৃষির মৌসুম তিনটি- খরিফ-১, খরিফ-২ ও রবি।যদিও কৃষি মৌসুমকে তিনভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রত্যেক দিনই কিছু না কিছু কৃষি কাজ করতে হয়। চাষিরা নিজস্ব চিন্তা ধারা, চাহিদা ও আর্থিক দিক বিবেচনা করে নিজের মতো প্রতিদিনের কাজগুলো করে থাকেন।
যদিও অনেক চাষি অধিক দামে বিক্রির চিন্তা করেই মৌসুমের অনেক আগেই এসব সবজির চাষ করে থাকেন।এর পরেও আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ুর উপর বিবেচনা করে
বৈশাখ (মধ্য এপ্রিল-মধ্য মে) এসব সবজি চাষ করলে বেশি ফলন পেয়ে লাভবান হওয়া যাবে।লালশাক, গিমাকলমি, ডাঁটা, পাটশাক,বেগুন, মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স বীজ বপনের উত্তম সময়।সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা রোপণ করা যায়।তরমুজ মিষ্টিকুমড়া, করলা, ধুন্দুল, ঝিঙা, চিচিংগা, চালকুমড়া, শসার মাচা তৈরি, চারা উৎপাদন করতে হবে।কুমড়া জাতীয় সবজির পোকা মাকড় দমনের ব্যবস্থা ও সেচ প্রদান করতে হবে। খরিফ-১ মৌসুমের সবজির বীজবপন, চারা রোপণ করতে হবে, ডাঁটা, পুঁইশাক, লালশাক, বরবটি ফসল সংগ্রহ করতে হবে। খরিফ-২ সবজির বেড ও চারা তৈরি করতে হবে।কচি সজিনা, তরমুজ, বাঙ্গি সংগ্রহ করতে হবে। ফল চাষের স্থান নির্বাচন, উন্নতজাতের ফলের চারা বা কলম সংগ্রহ, পুরনো ফলগাছে সুষম সার প্রয়োগ ও ফলন্ত গাছে সেচ প্রদান করতে হবে।
[…] পড়ুন>>বৈশাখ মাসে যেসব ফসল চাষ করবেন […]