হাজার হাজার বছরের বাঙ্গালী! বাঙ্গালীর ইতিহাস কি হাজার হাজার বছরের পুরোনো।বাঙ্গালীত্বের স্বরূপটা কি? অনেকেই দাবি করেন যে, বাঙালির ইতিহাস ১০ হাজার বছরের পুরাতন, আবার কেউ কেউ ১০ হাজার বছরেও সন্তুষ্ট নন। তারা বাঙ্গালীদের ইতিহাস ৬০হাজার বছরের পুরাতন বলেও দাবি করেন।কিন্তু বৌদ্ধ জৈনদের কিছু প্রাচীন ধর্মগ্রন্থের কিছু শ্লোক থেকে অনুমান করে দাবি করা ছাড়া, তাদের এই প্রাচীনত্বের পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেন না। জেনে নিন>> বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০০টি ভাস্কর্য মহাভারত রামায়ণ বা পুরান গুলোতে কি লেখা আছে সেটা ইতিহাস নয়। কাজে সেসব বইতে হাজার হাজার বছরের ইতিহাস উল্লেখ থাকলেও ইতিহাসের ছাত্র তা গ্রহণ করবেনা যদি কংক্রিট প্রমাণ পাওয়া যায়।
প্রাচীন নির্শন উয়ারী বটেশ্বরে খনন করে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেগুলোর কার্বন টেস্ট করে জানা গেছে যে সেগুলো মাত্র ২৪৫০ বছরের প্রাচীনত্বতা।উয়ারী বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কার্বন টেস্ট রিপোর্ট পাওয়ার আগে অক্সফোর্ডের হিস্ট্রি অব ইন্ডিয়ায় স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে ২ হাজার ৩ শত বছর পূর্বের বাংলার কোন ইতিহাস পাওয়া যায়না। মোট কথা পৃথিবীর অন্যান্য প্রাচীন জাতির মতো এখনোও বাংলা অঞ্চলের নিওলিথিক ও ক্যালকোলিথিক যুগের মানুষের উপস্থিতির খুব একটা প্রমাণ পাওয়া যায়নি।৷
আজ পর্যন্ত যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সে সব আজকের বাংলাদেশের সমতল ভুমিতে, নিচু ভুমিতে একটা পাওয়া যায়নি পাওয়া গেছে পাহাড়ি উঁচু এলাকায়। অনুমান করে কেউ কেউ দাবি করেন যে, বাংলায় ১২ হাজার বছর ধরে মানুষের বাস। কিন্তু তাদের এই দাবির পক্ষে প্রমাণ স্বরূপ কোন মৃত মানুষের ফসিল বা কংকাল পাওয়া যায়নি আজ পর্যন্ত। ১২ হাজার বছর বাদ দিন এই অঞ্চলের ৩ হাজার বছর আগের কোন ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়নি, জোড়াতালি দিয়ে বানানো ইতিহাস ২ হাজার ৬ শত/৭শত বছরের পূর্বে যেতে পারেননি। যা পেয়েছেন তাতে অখন্ড বাংলাকে পাননি। পেয়েছেন কৌম ভিত্তিক বিভিন্ন জনপদ আর বিভিন্ন ধর্মভিত্তিক জাতির কথা, যাদের কারো সাথে কারোর বিয়ে সাদি দূরের কথা মিলমিশও তাদের মধ্যে ছিলো না।মাত্র সাড়ে তিন হাজার বছর পূর্বে আর্যরা আফগানিস্তান হয়ে উত্তর ভারতে প্রবেশ করেছিল।
তখন দ্রাবিড়রা পরাজিত হয়ে দক্ষিণ ভারত শ্রীলঙ্কা আর বাঙ্গালা অঞ্চলে আসে। এখানে আদি অস্ট্রেলিয়া আর মোংগলীয় প্রতিমদের পরাজিত করে এখানকার শাসক বনে যায়। আর্যরা দ্রাবিড়দের তাড়া করে করে বাঙ্গালা দখল করার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এখন যেভাবে ছুপা ভাদারা লড়াই করে দখলের প্রচেষ্টা পরিহার করে বুদ্ধিবৃত্তিক, সংস্কৃতি ভিত্তিক লড়াই চালিয়ে যাচ্ছে, ঠিক তেমন করে যখন শক্তির বলে বাঙ্গালা করায়ত্ব করতে না পেরে তারা বেদান্ত দর্শন প্রচারে ব্রাহ্মণদেরকে বাঙ্গালায় পাঠিয়ে দেয়। জেনে নিন>>ভ্রাতৃত্বের মেলবন্ধন ভারত ও বাংলাদেশের অভিন্ন মসজিদ (People from both countries worship in the same mosque) এভাবে ধীরেধীরে ১৪ শত বছর লাগিয়ে আদিবাসী আর দ্রাবিড়দের ধর্মীয় দর্শন আর সংস্কৃতিক দিকে দুর্বল করে ফেলার পর তারা সামরিক অভিযান চালিয়ে বাঙ্গালায় প্রবেশ করে।তার মানে বাংলার জনপদগুলোতে আর্যদের আগমন ১০ হাজার বছর আগে নয় মাত্র ২৫ শত বছর থেকে ২১ শত বছর পূর্বে।
বাংলায় দ্রাবিড়দের আগে এসেছিল আদি অস্ট্রাল আর মঙ্গোলীয় জাতিগোষ্ঠী। অস্ট্রালদের দ্বারা আমাদের দেশে গ্রামীণ জীবনের সূচনা ঘটে। আর মঙ্গোলীয়রা পাহাড়ি জীবন বেছে নেয়। দ্রাবিড়রা এদেশে এসে পুরি বা নগর ভিত্তিক বসবাসের সূচনা করেছিলো। অস্ট্রালদের আগে ছিলো নেগ্রিটো জনগোষ্ঠী এরা ছিলো প্রকৃতিজীবি। এরা এসেছিলো আফ্রিকা থেকে। এরা কৃষি কাজ জানতো না। এরা ফলমূল আর পশু পাখি শিকার করে খেতো। তো আমরা দেখতে পাচ্ছি যে, বাংলায় আর্যদের আগমনের পূর্বেও অনেক জাতি ধর্মীয় সংস্কৃতির মানুষের বসবাস ছিলো।
দ্রাবিড়রা শাসন ক্ষমতায় ছিলো ৭/৮ শত বছর, আর্যরা বিভিন্ন সময় মিলিয়ে মাত্র ৬শত বছর ছিলো, বৌদ্ধরা ৪ শত বছর, মুসলিমরা ৫৫০ বছর ইংরেজ ১৯০ বছর, স্বাধীন ৭৩ বছর। এই হচ্ছে আমাদের রাজনৈতিক পালাবদলের ইতিহাস।আজকের বাংলাদেশ নামক রাষ্ট্রে সূদুর অতীতকাল থেকে সময়ে সময়ে বহিরাগত নানান নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ এসেছিলো, তারা সাথে করে নিয়ে এসেছিলো নানান ধর্ম, নানান সংস্কৃতি।এই বহিরাগতরা সে সময়ের প্রেক্ষাপটে স্থানীয়দের চেয়ে উন্নত জ্ঞান বিজ্ঞান এবং শক্তিতে বলীয়ান থাকায়, স্থানীয়দের পরাভূত করে এদেশের জনপদ গুলো দীর্ঘকাল শাসন করেছিলেন। তাদের শাসককালে তাদের ধর্ম, তাদের সংস্কৃতি যেমন মিশেছিলো স্থানীয় ধর্ম আর সংস্কৃতির সাথে, তেমন করে স্থানীয়দের সাথে বিয়ের বন্ধনের কারণে, দুই ভিন্ন নৃতাত্ত্বিক মা বাবার মাধ্যমে, নতুন একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সৃষ্টি হয়েছিল। জেনে নিন>> মডেল টেষ্ট-৩০ (বাংলা বানান )বিসিএস, সহকারি শিক্ষক নিয়োগ ও অন্যান্য প্রতিযোগিতামুলক পরীক্ষা এভাবেই চলে আসছে লাগাতার ধর্মে মিশ্রণ, সংস্কৃতিতে মিশ্রণ, বংশগতির জিনে মিশ্রণ ঘটতে ঘটতে হাজার হাজার বছর পর আধুনিক বাংগালী জনগোষ্ঠীর একটা আলাদা আইডেন্টিটি গড়ে উঠেছে।আর এই আইডেন্টিটি ঘটেছে বাংলাদেশে মুসলিম শাসনে আসার পর। যেমন করে ৮ম শতকে বাংলা ভাষা সূচনা হয়ে ১৫শ শতকে পূর্ণতা লাভ করে, ভাষার সাথে সাথে বাঙ্গালী জাতির পূর্ণতা লাভ করে মুসলিম শাসনামলে।মুসলিমরা আসার আগে আদি বাংলার ভুমিপুত্র আর্যদের দ্বারা নিগ্রহীত নির্যাতিত ছিলো।
মুসলিমরা তাদের শাসনকে জনপ্রিয় করতে নির্যাতিতদের সমর্থন দিয়েছিল। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়েছিল। যার ফলে দ্রুত বাঙ্গালী জাতি সত্তার বিকাশ লাভ ঘটেছিলো। জেনে নিন>> সুপারি চাষ পদ্ধতি আমাদের রক্তে আফ্রিকার নিগ্রোদের জিন মিশে আছে, মিশে আছে আদি অস্ট্রালদের জিন, মিশে আছে মঙ্গোলীয়দের জিন, মিশে আছে দ্রাবিড়দের জিন, মিশে আছে আলপীয়দের জিন, মিশে আছে আর্যদের জিন, মিশে আরব, তুর্কী, ইরানী আফগানীদের জিন। কাজেই আমাদের নির্ভেজাল নিখুঁত অমিশ্র জিনের দাবী করার ক্ষমতা নেই, তেমন করে নিখুঁত সংস্কৃতির দাবি করার ক্ষমতা নেই, আমরা বাঙ্গালীরা মুলতঃ রংধনুর নানা রঙের মতো নানান নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মিশ্রণ জাতি।। অন্যান্য জাতির মতো আমাদের নেই সুপ্রাচীণ ইতিহাস ও প্রাচীন সংস্কৃতি।
মুনীম সিদ্দিকীর টাইম লাইন থেকে
[…] থেকে রক্ষা করতে পারে। জেনে নিন>> বাঙ্গালী জাতির ইতিবৃত্ত ৬.ড্রাগন ফল আমাদের শরীরের বিভিন্ন […]