এখন বেশ বৃষ্টি হচ্ছে মাটির আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে। তাই সুপারীসহ ফলজ ও বনজ গাছের চারা লাগানোর এখন উপযুক্ত সময়। চাষী ভাইয়েরা আর অপেক্ষা না করে দ্রুত জমিতে চারা রোপণ করুন। চারা রোপনের ৮/১০ দিন পূর্বে চারা রোপণের জায়গায় গর্ত করে জৈব সার প্রয়োগ করতে ভুলবেন না। চারা রোপণের দিন গর্তের মাটি পুনরায় ভালোভাবে ওলট-পালট করে চারা রোপণ করে চারারে গোড়া থেকে ৪/৫ ইঞ্চি দরে শক্ত খুটিতে চারা বেধে দিন।
তাছাড়া মুখীকচুর গোড়াতে মাটি দিয়ে না থাকলে দ্রুত মাটি দিন। লতি কচুর ক্ষেত আগাছামুক্তরাখতে হবে। সার উপরী প্রয়োগ না করলে দ্রুত প্রয়োগ করুন।
পটল, কাকরোল,চিচিঙ্গা ,চালকুমড়া,ঝিঙ্গা, করলা জমি আগাছা মুক্ত রাখুন ও পরিচর্যা করুন। এ সময় ফল ছিদ্রকারী পোকার আক্রমন বেড়ে যায়। সেদিকে খেয়াল রাখতে ভুলবেন না। ছিদ্রকারী পোকার আক্রমন থেকে বাঁচতে ফেরোমেন বিষটোপ স্থাপন করুন।
সামান্য পচা ফল , ছোট মাছ কিংবা মিষ্টি কুমড়া পচিয়ে এর সাথে সামান্য দানাদার কীটনাশক মিশিয়ে ছোট পাত্রে ফসলের মাচায় রাখলে ফল ছিদ্রকারী পোকার আক্রমন থেকে মুক্ত হওয়া যাবে।
ফল ছিদ্রকারী পোকার আক্রমন তিব্র হলে সাইপারমেথ্রিন গোত্রের কীটনাশক নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে।
[…] […]