কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পহেলা ফাল্গুনে অন্যরকম ভালোবাসায় সিক্ত হলেন প্রবীণরা।
“জোয়ান বাঁচে উপার্জনে, বৃদ্ধ বাঁচে বিনোদনে” এ স্লোগানকে সামনে রেখে রোববার পহেলা ফাল্গুনে বয়স্ক নাগরিকদের একটুখানি ভালোবাসার পরশ দিতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে প্রবীণদের জন্য ব্যতিক্রম এই মিলন মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।
সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট কেয়ার অব বাংলাদেশ’ নামক সংগঠনের ভূরুঙ্গামারী উপজেলা শাখা পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ এই মিলন মেলার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘একটা সময় বয়স্ক নাগরিকরা একাকিত্বে ভোগেন। তাদের সময়টাতে আমাদের প্রত্যেককে তাদের পাশে থাকা উচিত। তাদেরকে হাসি-খুশি রাখার জন্য বিনোদনের ব্যবস্থা করা খুব কঠিন কিছু নয়।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ, ওসি মুহা: আতিয়ার রহমান, সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট কেয়ার অব বাংলাদেশ’ এর স্বপ্নদোষ্টা আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply