রাত জেগে ধান সিদ্ধ করে সকাল থেকে ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গ্রামের কৃষাণীরা।উপজেলার গ্রাম-গঞ্জের সর্বত্রই চলছে শুকানোর মহোৎসব।আগে গ্রামের প্রত্যেক গৃহস্থ বাড়ি সংলগ্ন বড় উঠান থাকত।
সেখানে চলতো ধান সিদ্ধ ও শুকানোর কাজ।কিন্তু এখন গ্রামের অধিকাংশ বাড়িতে উঠান নেই। ধান শুকানোর ফাঁকা জায়গার অভাবের কারণে রাস্তার পাশে কিংবা ফসলি মাঠের ফাঁকা জায়গায় ,বড় মাঠে বা ছোট একটু সমতল জায়গায় নাইলোনের নেট বিছিয়ে,মাটি সমতল করে ধান সারাদিন শুকাচ্ছেন কৃষাণীরা।
সকালে সিদ্ধ ধান ছড়াচ্ছেন,সারাদিন ধান শুকিয়ে বিকেলে এদের কেউ ধান এক জায়গায় করছেন,কেউ ঝাড়ু দিয়ে ধান কুড়াচ্ছেন, আবার কেউ ডালা দিয়ে ধান বস্তায় ভরছেন।রাত-দিন পরিশ্রম করেও যেন ক্লান্তি নেই তাদের।নিজ ক্ষেতের ধান ঘরে তোলার আনন্দে সাথে সাথে পরবর্তীতে সময়ের চাউলের চাহিদা পুরণের জন্য তাদের উৎপাদিত ধান সিদ্ধ করে রোদে শুকিয়ে রাখছেন।
যাতে পরবর্তী বোরো ধান পর্যন্ত খাওয়ার জন্য চালের যোগানের কোন অসুবিধায় পড়তে না হয়।এবং মনের আনন্দে বোরো ধান ও অন্য ফসল উৎপাদনের স¦প্নে বিভোর থাকতে পারেন।
ধান কাটামারীর সময়ে আমাদের কৃষাণীদের খুবই কষ্টের সাথে কাজ করে ধান ঘরে তুলতে হয়।