ডেস্ক নিউজ: খাগড়াছড়িতে ফ্রি মাশরুম চাষ প্রশিক্ষণ প্রদান করা হয়।খাগড়াছড়ির ”নিপু মাশরুম ঘর” নিজস্ব অর্থায়নে এই প্রশিক্ষনের আয়োজন করে।২০ জন বেকার যুবক ও যুবতী এই ফ্রি মাসরুম প্রশিক্ষণে অংশগ্রহন করেন।এক দিনের প্রশিক্ষণে তাদেরকে মাসরুম চাষের গুরুত্বপূর্ণ দিক আলোচনা ও হাতে কলমে চাষ কৌশল শেখানো হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ আঃ আজিজ, পরিচালক, রিফা মাশরুম প্রজেক্ট, বুড়িচং, কুমিল্লা। জনাব মোঃ নুর মোহাম্মদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মাটিরাঙা, খাগড়াছড়ি পার্বত্য জেলা,মোঃআমিনুল ইসলাম মিলন,ব্যবস্থাপনা পরিচালক, প্রিজম মাশরুম সেন্টার, কুড়িগ্রাম।সংগঠক জনাব ইমন ত্রিপুরা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
”নিপু মাশরুম ঘর” এর সফল মাশরুম উদ্যোক্তা নিপু ত্রিপুরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব শতরূপা চাকমা,সদস্য,পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে জনাব কৃষিবিদ মর্তুজ আলী, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা, জনাব জ্ঞান দত্ত ত্রিপুরা, সদস্য, ০১ নং ওয়ার্ড, খাগড়াছড়ি সদর ইউনিয়ন, খাগড়াছড়ি পার্বত্য জেলা, জনাব পারভীন আক্তার, সচিব, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন।
Leave a Reply