গরু কিনলে ক্রেতাকে একটি ছাগল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক গরু বিক্রেতা।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের ইব্রাহিম আলী মঙ্গলবার ৮ ফুট দৈর্ঘ ও ৬ ফুট উচ্চতার একটি সাদা বলদ বিক্রির জন্য ভূরুঙ্গামারী হাটে নিয়ে আসেন। তিনি বলদটির দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা।
ইব্রাহিম আলী জানান ৭ মাস আগে ১ লাখ ১৩ হাজার টাকা দিয়ে তিনি ভূরুঙ্গামারী হাট থেকে বলদটি কেনেন। বলদটিকে দৈনিক সাড়ে ৩ কেজি গমের ভুসি, ২ কেজি ধানে কুড়া, দেড় কেজি কলাইয়ের ভুসি, ১ কেজি খুদ ও ২ আটি শুকনা খড় খাওয়ানো হয়। এতে মাসে ১২/১৩ হাজার টাকা খরচ হয়।
বিক্রেতার দাবি বলদটির ওজন ২০ মন।ক্রেতারা এখন পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা দাম বলেছেন। ক্রেতা ৪ লাখ টাকায় বলদটি কিনলে তাঁকে একটি ছাগল উপহার দেবেন তিনি।
Leave a Reply