লাউ একটি উৎকৃষ্ট সবজী। সুস্বাদু সবজী গুলোর মধ্যে অন্যতম। লাউ এর পাতা ও ডগা একটি উৎকৃষ্ট শাক। লাউ শাকের চাহিদা প্রচুর।
লাউ এর পুষ্টিমান: লাউ এ ১৭ ধরনের এমাইনো এসিড,ভিটামিন সি,রাইবোফ্লাভিন,জিংক,লৌহ,ম্যানিজ ও ৯৬% পানি রয়েছে।ফ্যাট ও কোলস্টেরল নেই বলা যায়।
জেনে নিন >> বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষ
জাত: স্থানীয় জাতের ছাড়া লাউ উফসী জাতের বারী লাউ-১,২,৩,৪ ও ৫ বেশ ভালো। হাইব্রিড জাতের লাউ চাষ করলে ফলন অনেক বেশী পাওয়া যায়। হাইব্রিড জাত গুলোর,চিশতি,নবাব,যমুনা, মম,ময়না গ্রীন ,ডানিয়া ম্যাজিক,নন্দিনী ও সুন্দরী এই গুলো বেশ ভালো।
জমিঃ বাংলাদেশের সব এলাকা লাউ চাষের উপযোগী।দোঁআশ পলি দো-আশ মাটি লাউ চাষের জন্য বেশী উপযোগী। লাউ চাষের জন্য মাটির কাঙ্কিত মান পি এইচ ৫.৫ থেকে ৬.৭ এবং তাপমাত্রা ২৫0 সেঃ থেকে ৩০0 সেঃ।
বীজ বপনের সময়ঃ সারা বছরই লাউ চাষ করা যায়।তবে ভাদ্র- আশ্বিন মাস লাউ বপনের উপযুক্ত সময়।
বীজের পরিমানঃ প্রতি শতাংশে ১০-১৫ গ্রাম এবং প্রতি একরে ১.২৫ কেজি থেকে ১.৫০ কেজি। তবে চারা শেডে(পলি ব্যাগে) তৈরী করলে বীজের পরিমান অনেক কম লাগে।
বীজ বপন পদ্ধতিঃ লাউ বীজ সরাসরি বেডে বপন করা যায়। তবে শেডে চারা তৈরী করলে উৎপাদন খরচ কম হয়। বীজ বপনের পূর্বে বীজ রোদে ১-২ ঘন্টা রেখে ঠান্ডা করার পর ১২-১৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।
প্যাকেট এর চারা হলে চারা ২-৩ ইঞ্চি লম্বা (চারার বয়স ১৫-২০ দিন) হলে নিদৃষ্ট দুরত্বে একটি সবল চারা রোপন করতে হবে।
জেনে রাখা খুবই জরুরী >> ফেসবুক-ইউটিউবে যেসব বিষয় বিপদের কারণ হতে পারে
তৈরী ও সার প্রয়োগঃভালো ভাবে জমি চাষ করে রোদে শুকানোর সার প্রয়োগ করতে হবে।
(প্রতি শতাংশে সার প্রয়োগ)
সার | জমি তৈরীর সময় | শেষ চাষের সময় | প্রথম উপরী প্রয়োগ | ২য় উপরী প্রয়োগ | ৩য় উপরী প্রয়োগ |
গোবর | ৫০ কেজি | – | – | – | – |
ইউরিয়া | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
টিএসপি | – | ৮০০ গ্রাম | – | – | – |
এমওপি | – | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম | ২০০ গ্রাম |
জিপসাম | ৪০০ গ্রাম | – | – | – | – |
জিংক | – | ৫০ গ্রাম | – | – | – |
বোরণ | – | ৫০ গ্রাম | – | – | – |
গাছের আকার ভালো না হলে ২য় ও ৩য় উপরী সার প্রয়োগের সময় প্রতি শতাংশে ২০০ গ্রাম ডিএপি প্রয়োগ করতে হবে।
সংগ্রহ ও ফলনঃ বীজ বপনের ৬০-৭০ দিন পর ফসল সংগ্রহ শুরু হয়।প্রতি একরে প্রায় ১১-১২ টন লাউ পাওয়া যায়।
পোকামাকড় ও বলাই দমনঃ লাউ চারা গজানোর পর থেকে নিয়মিত ম্যানকোজেব জাতীয় ছত্রাক নাশক স্প্রে করতে হবে। লাউ পোকা দ্বারা আক্রান্ত হলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে হরে।ফল ছিদ্রকারী পোকার জন্য বিষটোপ ব্যবহার করতে হবে।
পরবর্তী পরিচর্যাঃ চারা মাঁচায় উঠার পযর্ন্ত পার্শ্ব কুশি ও মরা পাতা ছাঁটাই করতে হবে।নিড়ানী দিয়ে হবে।প্রয়োজনে সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। আগাছা দমন করতে হবে।মাছি পোকা দ্বারা আক্রান্ত ফল সংগ্রহ করে মাটিতে পুতে ফেলতে হবে।
[…] পাতা লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ সহজেই লাভজনক পদ্ধতিতে লাউ চাষ করুন লাভ জনক পদ্ধতিতে বাধা কফি চাষ […]
[…] পাতা লাভ জনক পদ্ধতিতে ফুলকপি চাষ সহজেই লাভজনক পদ্ধতিতে লাউ চাষ করুন লাভ জনক পদ্ধতিতে বাধা কফি […]
[…] বন্যায় তোষা পাটের বেশ ক্ষতি হয়। এতে ফলনের সাথে সাথে বীজ উৎপাদনেও সমস্যা সৃষ্টি হয়। বীজ উৎপাদনের জন্য ভাদ্রের শেষ পর্যন্ত দেশি পাট এবং আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত তোষা পাটের বীজ বোনা যায়।বন্যার পানি উঠে না এমন সুনিষ্কাশিত উঁচু জমিতে জো বুঝে লাইনে বুনলে প্রতি শতাংশে ১০ গ্রাম আর ছিটিয়ে বুনলে ১৬ গ্রাম বীজের প্রয়োজন হয়। জমি তৈরির সময় শেষ চাষে শতক প্রতি ২৭০ গ্রাম ইউরিয়া, ৪০০ গ্রাম টিএসপি, ১৬০ গ্রাম এমওপি সার দিতে হবে। পরবর্তীতে শতাংশ প্রতি ইউরিয়া ২৭০ গ্রাম করে দুই কিস্তিতে বীজ বপনের ২০-২৫ দিন এবং ৪০-৪৫ দিন পর জমিতে দিতে হবে।জেনেনিন>>সহজেই লাভজনক পদ্ধতিতে লাউ চাষ করুন […]
[…] সংরক্ষণ করতে হবে। জেনে নিন>>লাভজনক পদ্ধতিতে লাউ চাষ আমন ধান পানিতে ডুবে না এমন উঁচু খোলা […]
[…] বন্যায় তোষা পাটের বেশ ক্ষতি হয়। এতে ফলনের সাথে সাথে বীজ উৎপাদনেও সমস্যা সৃষ্টি হয়। বীজ উৎপাদনের জন্য ভাদ্রের শেষ পর্যন্ত দেশি পাট এবং আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত তোষা পাটের বীজ বোনা যায়।বন্যার পানি উঠে না এমন সুনিষ্কাশিত উঁচু জমিতে জো বুঝে লাইনে বুনলে প্রতি শতাংশে ১০ গ্রাম আর ছিটিয়ে বুনলে ১৬ গ্রাম বীজের প্রয়োজন হয়। জমি তৈরির সময় শেষ চাষে শতক প্রতি ২৭০ গ্রাম ইউরিয়া, ৪০০ গ্রাম টিএসপি, ১৬০ গ্রাম এমওপি সার দিতে হবে। পরবর্তীতে শতাংশ প্রতি ইউরিয়া ২৭০ গ্রাম করে দুই কিস্তিতে বীজ বপনের ২০-২৫ দিন এবং ৪০-৪৫ দিন পর জমিতে দিতে হবে।জেনেনিন>>সহজেই লাভজনক পদ্ধতিতে লাউ চাষ করুন […]
[…] জেনে নিন>>লাভজনক পদ্ধতিতে লাউ চাষ […]