রাণীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত: খড়িঘরে আগুন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর বাঁশবাড়ি এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
সরেজিন ও থানা সূত্রে জানা গেছে, ওই৳ এ৳লাকার আবুল কাশেম ও আব্দুল কুদ্দুস নামে দুই চাচা৳তো ভাইয়ের মাঝে প্রায় ৩৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের বাড়ির সামনে একটি৳ জমিতে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের লাঠিসোঁটা নিয়ে মারামারিতে মোট ১০ জন আহত হয়।
আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের তিন জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনার কিছুক্ষণ পরেই আবুল কাশেমের একটি খড়ি ঘরে রহস্যজনক ভাবে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি।
পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই পক্ষের মারামারি ঘটনায় আহতরা হলেন, রবিউল ইসলাম (২৫),আবুল কাশেম (৬০),খলিলুর রহমান (৭০) আব্দুল কুদ্দুস (৭০),
লাকি আক্তার (৩৫),ফয়জুল ইসলাম (৩৭),মুসলিম (৩০), দুলালী বেগম (২৮)মো. রাকিব (১৪) ও আজগর আলী (৫০)।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক রাতে মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,দুই পক্ষের মারামারিতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply