রংপুরের মিঠাপুকুরে এইচ এস ফাউন্ডেশন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর হয়েছে।
মিঠাপুকুর ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন সরকার পাড়ায় “এইচ এস ফাউন্ডেশন”র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। মানবতার সেবায় এইস এস ফাউন্ডেশন’র উদ্যোগে ৫ শতাধিক পরিবারে শিশু বৃদ্ধ ও পুরুষ মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এইচ এস ফাউন্ডেশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান সরকার (রিপন) ও তার মা শামসুন্নাহার বেগম। এলাকায় অসহায় গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় শামসুন্নাহার বেগম বলেন, আমার স্বামী কিংবদন্তী নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আঃলীগের মনোনীত সাবেক এমপি, প্রাদেশিক সরকারের সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম হামিদুজ্জামান সরকারের মৃত্যু বার্ষিকীতে মাগফেরাত কামনায় শীত বস্ত্র বিতরণ করছি।
এসময় হামিদুজ্জামানের ছেলে আসাদুজ্জামান সরকার ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, এবার উত্তর বঙ্গে প্রচন্ড শীত এই শীতে গরীব অসহায় মানুষ খুব কষ্টে দিন পার করছে। তাদের এই দুর্দিনে পাশে থাকতে পেরে অনেক ভালো লাগছে।
কিংবদন্তী নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আঃলীগের মনোনীত সাবেক এমপি হামিদুজ্জামান’র পরিবার ও এইচ এস ফাউন্ডেশন”এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় বাবার মৃত্য বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ও এলাকার সকলকে নিয়ে এক সন্ধা ডাল ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, এলাকার বিত্তবান যারা আছেন, সকলের উচিৎ অসহায় গরীব দুঃস্থ মানুষের পাশে দাড়ানো। শুধু নিজেই ভালো থাকলে হবেনা। আশেপাশের অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া গরীব মানুষের ও খোঁজ খবর নিতে হবে। জানতে হবে কারো ঘরে খাবার আছে কি না? আসুন আমরা সবাই একটু করে হলেও যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান সরকার(ঢাকা জেলা পুলিশ সুপার, শামসুজ্জামান সরকার(আইটি স্পেশালিষ্ট এন্ড এমডি- টেক সিম্পেল আইটি), সাহেদুজ্জামান সরকার( ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল-ময়মনসিংহ পোস্টাল ডিভিশন), আখেরুজ্জামান সরকার (এফ.এ.ভি.পি- সোশাল ইসলামী ব্যাংক), সাদিকুজ্জামান সরকার (ইইই-ঢাকা বিশ্ববিদ্যালয়) জুলফিকার আলি জুয়েল (ফ্রিলান্স কনসালটেন্ট) জুলহাজ আলি সরকার(সহকারী সচিব-পরিকল্পনা মন্ত্রনালয়),মিন্টু সরকার, সবুজ সরকার, শরিফুল সরকার, মনিরুল সরকার, সজল সরকার, মহিদুল সরকার, মুস্তাকিম সরকার, মিজানুর রহমান, গোলাপ মিয়া,সহ অনেকে।
Leave a Reply