বিরলে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিরলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ মে) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ১২ মে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।
দিবসটি পালন উপলক্ষে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফ’গণ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, গাইনি কনসালটেন্ট ডা. আহমদ শরীফ রুশো। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ইনডোর নার্সিং ইনচার্জ লিলুফা ইয়াসমিন।
আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যার বিবেচনায় দেশে নার্সের সংখ্যা এখনও অনেক কম।
এর মূল কারণ হচ্ছে দেশে চিকিৎসা সেবার মান অসন্তোষজনক! যার কারণে নার্স সংকট। নার্সরা সুরক্ষিত থাকলে, তাঁদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে। তাই এ বছরের নার্স দিবসে নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
Leave a Reply