কুড়িগ্রামে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামে সমাজ সেবক ও চিকিৎসক ডাক্তার মোঃ ইউনুস আলীর ব্যক্তি উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিস্ঠাতা ও সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির স্বাস্থ বিষয়ক সম্পাদক, ডাক্তার মোঃ ইউনুস আলী, ভিতরবন্দ ইউনিয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম শফি,এবং নাগেশ্বরী উপজেলা বিএনপি,কালিগঞ্জ, ভিরবন্দ,ও নুনখাওয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে রাবেয়া বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, কয়দিন থাকি খুব ঠান্ডা। হামার কাপড়ও নাই। আজক্যা ডাক্তার বাবাজীর কম্বল পানু, খুব উপকার হইল মোর। দোয়া করমো আল্লাহ এমারগুলার ভাল করুক।
নওগাঁয় নেসকো কর্মচারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
নুন খাওয়া ইউনিয়ের বৃদ্ধ জুলফিকার মিয়া বলেন এতোদিন খালি ডাক্তার ইউনুস নাম শুনি দেখি নাই, আইজ দেখলোং এই ঠাণ্ডাত ডাক্তার সাহেব হামাক কম্বল দিবার আসছে, খুব উপকার হইল ।
ডাক্তার ইউনুস বলেন, কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগপূর্ন এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এভাবে আপনাদের পাশে থেকে আমরা যেন সবসময় উপকার করতে পারি এই ক্ষুদ্র উদ্যোগ অব্যহত রাখব, তিনি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করার আহবান জানান ।
Leave a Reply