৫ম বারের মতো জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।
পড়ুন>>সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রবিবার (৮জুলাই ) সকালে জুলাই/২০২৪ মাসের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপারের কার্যালয়ে মার্চ/২০২৪ মাসের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
পুলিশ সুপার কামরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply