২০ এপ্রিল আজকের আবহাওয়া
কোথায় কেমন গরম পড়বে?
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হলো।
![]()
২০ এপ্রিল ঢাকার আবহাওয়া চার্ট
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।বৃষ্টিপাতের বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
সর্বোচ্চ ৩৮.৪ ডিগ্রী সে. | সর্বনিম্ন ২৮.০ ডিগ্রী সে.
আংশিক মেঘলা
সূর্যোদয় : ৫:৩৩ পূর্বাহ্ন
সূর্যাস্ত : ৬:২২ অপরাহ্ন
বৃষ্টিপাত : ০.০ মি.মি.
বাতাস :১৪.০ কি.মি./ঘন্টা
সকালের আর্দ্রতা : ৮৯.০%
বিকালের আর্দ্রতা : ৯.০%
সমতলের বায়ুচাপ : ১০০১.৬ hPa
ঢাকায় সূর্যাস্ত হবে: সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে।
রবিাবার সূর্যোদয় হবে: ভোর ৫টা ৩৩ মিনিটে।
Leave a Reply