হারানো ছেলেকে ফিরে পেতে চায় তার পরিবার
গত ৩ মে ২০২৪ ইং রোজ শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭:০০ টার সময় ১৫ পারা সম্পন্ন করা হাফেজ ঢাকা এয়ারপোর্টে অবস্থিত হাজী ক্যাম্প দারুল আশরাফুল মাদ্রাসা থেকে আব্দুর রহমান তারিক নামের একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১১ বছর চলমান। গায়ের রং শ্যমলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে পাজামা পাঞ্জাবি ছিল।
নাম- আব্দুর রহমান তারিক, পিতা- মোঃ তাহের গ্রামঃ নুনিয়াপাড়া, থানা- রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর।
তার হারানো জন্য দক্ষিণখান থানায় একটা মিসিং ডাইরি করা হয়েছে। জিডি ট্র্যাকিং নং- 2GNECE জিডি নং-২৬৫। জিডির তারিখঃ ০৫ই মে ২০২৪ইং।
যদি কেউ খোঁজ পেয়ে থাকেন দয়া করে ০১৩১৪-৬০১৫০১ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা গেল।
Leave a Reply