ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ও ডাঙ্গীপাড়া ইউনিয়নে অপরিকল্পিতভাবে পুকুর খনন আর রাস্তার পাশে খাল ভরাট করায় পানি নিষ্কাশনের ক্যানেল না থাকায় অনাবাদী হয়ে পড়েছে ১২শ হেক্টর জমি৷ আমন ধান চাষ করতে না পারায় বেশ দুশ্চিন্তায় আছেন স্থানীয় কৃষকরা৷
এলাকাবাসি ও কৃষি অফিসসূত্রে জানা যায়, হরিপুর উপজেলার লহুচাদ,ভাতডাঙ্গী,কামারপুর, পতনডোবা, শিহিপুর,দামোল, মহেন্দ্রগাও,শিশুডাঙ্গী,হয়ে মাগুরা পর্যন্ত গ্রামের আঞ্চলিক রাস্তার পাশের খাল ভরাট, মাঠের ভিতরে যত্রতত্র পুকুর খননের কারণে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়৷ সেই কারণে আমন ধানের চারা রোপণ করতে না পারায় অনেক কৃষক মানবেতর জীবন যাপন করছে।
লহুচাঁদ( ভাতভাঙ্গী) গ্রামের কৃষক আমির হোসেন জানান, এ বছর বোরো ধান কাটার পরে মাঠ থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে প্রায় ১২শ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ বন্ধ রয়েছে৷ আমাদের গ্রামসহ পাশ্বর্বতী এলাকার ৫টি গ্রামের মাঠের পানি নিষ্কাশনের খাল গুলো ভরাট করায় মাঠে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে৷ গত ৫ বছর ধরে আমন ধান আবাদ করতে পারছি না। তারা আরো জানান স্থানীয় সাংসদ এর নিকট একাধিক বার নিষ্কাশনের জন্য আবেদন করার পরেও সুফল পাইনি।
হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ রুবেল হুসেন নয়া জানান, এই বিলটি রাণীশংকৈল ও হরিপুরে অবস্থিত। নতুন নতুন জনবসতি হওয়ার কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে একটি পরিকল্পিত পানি নিষ্কাশনের ক্যানাল হলে আমন মৌসুমে ডুবে থাকা জমি গুলোতে আমান ধান চাষ করা সম্ভব। এই ব্যপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের হরিপুর জোনের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান জানান, আমরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply