স্বরূপকাঠি (পিরোজপুর) থেকে শেকর মজুমদার : স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে ইউএনও কার্যালয়ের পাশের কক্ষে ওই কর্ণারের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভাকক্ষে নামজারী,অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনমুলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,পৌর মেয়র গোলাম কবির, সহকারি কমিশনার (ভুমি)তাপস পাল,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সহিদ উল আহসান,সম্পাদক এস এম মুইদুল ইসলাম,সাবেক সভাপতি মো.আব্দুল হামিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন,প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্বরূপকাঠি পৌরসভা ও কৌরিখাড়া বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন।
,
Leave a Reply