স্বরূপকাঠি থেকে শেখর মজুমদার :আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে এখন মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ।এ বছর স্বরুপকাঠিতে ১০১ মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। খড় কুটো, পাট, সুতা,বাঁশ,রশি,ও মাটিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে দুর্গা প্রতিমা কাঠমো তৈরির কাজ শেষ পর্যায়ে।
উপজেলা পুজা উদযাপন পরিষদ সাংগিাঠনিক সম্পাদক বাবু মিঠুন হালদার জানান, ১০ টি ইউনিয়নে এ বছর ১০১ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দূর্গা প্রতিমা তৈরী অনেকটা ব্যয়বহুল হলেও এ বছর স্বাস্থ্যবিধি মেনে জাঁকজমকপূর্ণ ভাবে দূর্গা উৎসব পালনের ব্যাপক আয়োজন চলছে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন শান্তি ও শৃঙ্খল রক্ষার্থে প্রতিটি পুজামন্ডপে নেয়া হবে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
Leave a Reply