সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর ইমিগ্রেশন চালুর দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
১০নভেম্বর বিকেল ৫টায় সোনাহাট স্থলবন্দর ইমিগ্রেশন অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
বিন ইয়ামিন মোল্লা কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মোশাররিফুল ইসলাম বাবু আহ্বায়ক গণঅধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা। মোঃ রুবেল হোসেন, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা। শিমুল মাহমুদ সভাপতি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা। শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা। এনামুল হক পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। সালাম নুর সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নাগেশ্বরী উপজেলা।
এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে ২৫, কুড়িগ্রাম- ১ আসনে নির্বাচন করার ঘোষণা দেন। বিন ইয়ামিন মোল্লা নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের রফিকুল ইসলাম মোল্লার ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা বিন ইয়ামিন মোল্লা।
পড়ুন>>কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিনি নিরাপদ সড়ক, কোটা আন্দোলন সামনের সারিতে থেকে আন্দোলন করার কারণে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ৭মাস কারারুদ্ধ করে রেখেছিল।
Leave a Reply