জয়ন্ত সাহা যতন , সুন্দরগঞ্জ (গাইবান্ধা)থেকে:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পূজা উদযাপণ পরিষদ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’র বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার সকালে এ উপলক্ষে সংগঠন দু’টির পৃথক র্যালী শেষে কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। সম্মানীত অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ আল-মারুফ, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
এছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি পবন কুমার দাস, উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে সংগঠন দু’টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।এর আগে স্থানীয় বেলতলী মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা কমিটির সভাপতি পবন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির আহ্বায়ক শ্যামল কুমার দাস। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক বিপুল চন্দ্র রায়, পৌর কমিটির সভাপতি কানাই চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply