সুন্দরগঞ্জ(গাইবান্ধা) জয়ন্ত সাহা যতন : গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে উত্তরসাহাবাজ গ্রামে বসত ভিটার জের ধরে মোছাঃ মমতা বেগম নামের এক অসহায় মহিলাকে মারপিট ও বসতবাড়ী লুটপাটের অভিযোগ উঠেছে। মোছাঃ মমতা বেগম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের প্রবাসী খলিল প্রামানিকের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়,পারিবারিক ও বসতভিটার জের ধরে ২১.০৮.২০২২ তারিখে আনুমানিক সকাল সাড়ে ১১টায় একই গ্রামের মনির উদ্দিন(৩০) ও তার স্ত্রী শিমু বেগম(২৬) সঙ্গে আরও লোকজনসহ লাঠি সোটা,ছোরা,লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মমতা বেগমের বসত বাড়িতে প্রবেশ করিয়া বসত বাড়ির বাউন্ডারির বেড়ায় মারডাং ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় মমতা বেগম বেড়া ভাংচুর ও গালিগালাজ করতে নিষেধ করলে আক্রমনকারীরা তার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শিমু বেগমের সহ অন্যান্য সবাই তাদের হাতে থাকা লাঠিসোঠা ও ছুরি দ্বারা মমতা বেগমকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে।
সেই সুযোগে আক্রমনকারীরা মমতা বেগমের গলায় থাকা স্বর্ণের চেন ও বাড়িতে প্রবেশ করে আলমারী ভেঙ্গে বিদেশ থেকে তার স্বামীর পাঠানো টাকা সহ ঘরের অন্যান্য জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়।
একপর্যায়ে রক্তাক্ত মমতা বেগমের আত্মচিংকারে তার ভাবী লাভলী বেগম এগিয়ে আসেন এবং অটোযোগে তাকে সুন্দরগঞ্জ হাতপাতালে ভর্তি করান।
এবিষয়ে সুন্দরগঞ্জ অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগটি তদন্ত করার জন্য বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply