“ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটায় র্যালী, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয় এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সাদিক।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি মান্নান প্রমুখ ।
আলোচনা সভা শেষে তিনজন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে চল্লিশ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন সাংসদ ডা. মোহাম্মদ সাদিক ।
Leave a Reply