সাপাহারে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক
নওগাঁর সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রবেশপত্রের সাথে পরীক্ষার্থীদের ছবির মিল না থাকায় তাদের আটকের পর বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে পরীক্ষা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন। তিনি বলেন, গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বদলি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে ৫৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে ছবির সাথে মিল না থাকায় ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ইউএনও মাসুদ হোসেন।
Leave a Reply