সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ -৬
জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার শাহীন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ইভটিজিং এর প্রতিবাদ করা নিয়ে দু-পক্ষের সংঘর্ষের ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের আহতরা হলেন, শাহীন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম(১৫), রাতুল(১৫), মাশরাফি(১৫), রাতুল(১৫), জিহাদ(১৫), লিপু (১৫) মারধরের শিকার হয়।
গুরুতর আহতরা চিকিৎসাধীন রয়েছে এবং বাকিরা বাড়িতে চিকিৎসা রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই মোর্শেদ আলম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম জানান, চিকিৎসা নিতে এসে সংঘর্ষের ঘটনার বিষয়টি শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষকদের প্রতি পরবর্তীতে যেন এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য সকলের প্রতি যত্নশীল হওয়ার জন্য আহ্বান জানান।
Leave a Reply