কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন ও সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে নওগাঁ জেলা জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ই জুলাই) সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে মহাজোটের নওগাঁ জেলার সাধারণ সম্পাদক সুবীর দাস বলেন, স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় ও বৈদেশিক রাজনীতির গ্যাঁড়াকলে পিষ্ট। মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রামকার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এখনও সময় আছে। সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়টি আমলে নিতে পারেন। হিন্দুরা সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে। বর্তমান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি জাতীয় সংসদ, স্থানীয় সরকারসহ সব ক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয় তাহলে হিন্দু সম্প্রদায় কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না।
অন্যকে ক্ষমতায় বসানোর হাতিয়ার হওয়ার জন্য এবং শুধু শুধু মারধর খাওয়া আর বাড়িঘর ছেড়ে পালানোর জন্য হিন্দু সম্প্রদায় আগামী কোনও নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না। সারাদেশে হিন্দুদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণসহ মন্দির ভাঙচুর, জমি দখল সহ সবকিছু অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসন জানো কঠোর ভাবে দমন করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নওগাঁ জেলার সহ-সভাপতি দিপু সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শয়ন কুমার অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর পাল, সদস্য দীপঙ্কর দীপ, তন্ময় পাল, ছাত্র মহাজোটের পরিতোষ কুমার, বিশালসহ প্রমুখ।
Leave a Reply