শেরপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার করা হয়েছে।
জেলার সদর উপজেলার ডাকপাড়া এলাকায় লক্ষাধিক টাকা মূল্যের ১৯০ বোতল ফেন্সিডিল পাঁচারকালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানার ডাকপাড়া ব্যাঙের মোড়ে চেকপোষ্ট করাকালীন সিএনজির ভিতর থেকে লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ৩টি মোবাইল সেট (সীমসহ), ২টি স্কুল ব্যাগ এবং নগদ ২হাজার ৭শত ৩৫টাকা জব্দ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১লক্ষ ৯০হাজার টাকা।
পরবর্তীতে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply