বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপম কর্মকার (জগো) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫অক্টোবর) বিকাল ৪টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের পৌর শিশু পার্কে এ দুর্ঘটনাটি ঘটে।শারদীয় দূর্গোৎসবের চলমান পাঁচ দিনের আনন্দ শেষ দিন পরিণত হলো হৃদয় বিদারক ঘটনায়। প্রতিমা বিসর্জনের প্রস্তুতিতে প্রাণ গেল রুপম কর্মকার জগোর।নিহত রুপম কর্মকার জগো (৩০) একই ওয়ার্ডের উত্তরসাহা পাড়ার স্বর্গীয় রঘুনাথ কর্মকারের ছেলে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিঞা, সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ড এবং জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার নেত্রবৃন্দরা ঘটনার স্থল পরিদর্শন করেন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, দূর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য নিহত রুপম কর্মকার জগো পৌর শিশু পার্কে নির্মিত দূর্গা মন্দিরের প্রতিমা স্টেজ থেকে নামাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত নির্মিত মন্দিরের টিন বিদ্যুতায়িত হওয়ায় সেই টিনে জড়িয়ে পড়েন রুপম কর্মকার জগো।এ সময় প্রতিমা নামানোর তার অন্য সহযোগিরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply