ফেনীর শান্তি নিকেতন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফেনী শান্তি নিকেতন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের জন্য কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম মামুনুর রশীদ। কেবিএম জাহাঙ্গীর আলম, শাহজাহান সাজু।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার কাউন্সিল হারুন অর রশীদ মজুমদার ও খালেদ খাঁন, সমাজসেবক ও সাবেক কাউন্সিলর আবুল কাশেম।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নুসরাত জাহান লিজার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মাকছুদুর রহমানের ছেলে শামসুর রহমান আজাদ ও সাবেক অধ্যক্ষ মোস্তফার ছেলে মো. মুজাহিদুল ইসলাম শামীমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply