ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নৌকা মার্কার এমপি প্রার্থীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪- ঠাকুরগাঁও-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি ইমদাদুল হকের সাথে রাণীশংকৈল উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক মতবিনিময় সভার আয়োজন করেন ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী ইমদাদুল হক, জেলা আ.লীগের সহ- সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,মামুনুর রশিদ এলবাট, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌরমেয়র মোস্তাফিজ রহমান।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক মেয়র আলমগীর সরকার, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম, উপজেলা আ.লীগ সহ-সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, কৃষক লীগ সভাপতি বাবর আলী, আ.লীগ নেতা আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আব্দুল বাতিন স্বপন,নৌকা মার্কার ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায়, আব্দুল বারী, শরৎ চন্দ্র, মতিউর রহমান, মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
এই মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছর পর আবারো নৌকা মার্কার প্রার্থী হিসেবে ইমদাদুল হককে শেখ হাসিনা যে নৌকা উপহার দিয়েছেন সকলেই মিলে সেই নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো বলে বক্তারা জানান। পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনা ও
Leave a Reply