কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহীর নেতৃত্বে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও সরকারি কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল—চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং দেশের উন্নয়নে তাদের অবদানের বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন। এই দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমরা নানা আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
এভাবেই নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে রাজিবপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
Leave a Reply