কুড়িগ্রামের রাজিবপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব, তারুণ্যের ভাবনা, আগামীর বাংলাদেশ শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা সভা।
রবিবার ১২ জানুয়ারী সকাল ১১টায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মাদ ইলিয়াস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রশীদ মণ্ডল, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন ।
তরুণ প্রজন্মের ভাবনা ও নেতৃত্ব নিয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আসাদুজ্জামান রন্জু এবং রাজিবপুরের বিভিন্ন পর্যায়ের তরুণ, ছাত্র ও সমাজসেবীরা।
সভায় বক্তারা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও তরুণদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, “তরুণ প্রজন্মই পারে দেশের চেহারা বদলাতে। তাদের সৃজনশীলতা ও কর্মক্ষমতা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।”
চেয়ারম্যান মিরন মোহাম্মাদ ইলিয়াস তার বক্তব্যে বলেন, “আমাদের তারুণ্যের শক্তি একত্রিত হলে দেশ বদলানো সম্ভব। এই উৎসবের উদ্দেশ্য তরুণদের উদ্বুদ্ধ করা এবং তাদের সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়া।”
প্রধান অতিথি অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, “বাংলাদেশের উন্নয়ন এবং পরিবর্তনের মূলে আছে তরুণ প্রজন্ম। তাদের উদ্যম ও চিন্তাভাবনা কাজে লাগাতে পারলে আমাদের দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।”
অনুষ্ঠানটি তরুণদের মাঝে উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি করে। উপস্থিত সকলে দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা ও অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তরুণদের মতামত গ্রহণের জন্য একটি মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়।
Leave a Reply