রাজিবপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রামের রাজিবপুরে উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে । দিনটি উপলক্ষে রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় রাজিবপুর উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
র্যালিটি রাজিবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয় ।
পরে এক আলোচনা সভার আয়োজন করেন । উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল হাই সরকার,
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আব্দুল হাই, প্রভাষক রফিকুল ইসলাম মুকুল, আব্দুল্লা আল মামুনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।
Leave a Reply