রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে আগুন
রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে।
তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের কর্মকর্তা জিসান রহমান বলেন, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
Leave a Reply