আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের নামে হত্যা মামলার আবেদন করেছেন নিহতের বাবা আব্দুর রহমান।
রোববার (১৮ আগস্ট) দুপুরে বাদীর আইনজীবী কোতোয়ালি মেট্রোপলিটন চিফ আদালতে মামলার আবেদন করলে বিচারক এস এম আহসানুল হক শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পরাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান।
পড়ুন>>হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি নুর ইসলাম পাটোয়ারী, কোতোয়ালি থানার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল।
৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কানা হারুন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি লক্ষণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, যুবলীগ কর্মী ডিজেল আহমেদ।
মামলার বাদী আব্দুর রহমান বলেন, আমার ছেলে নিরাপরাধ। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, বাবা হিসেবে তা মেনে নেওয়া কঠিন। আমি এই হত্যা মামলা করেছি। আমি চাই অপরাধী যারা তাদের সবার বিচার হোক। কেউ যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে সে ব্যবস্থা করার দাবি করছি।
আইনজীবী এএসএম মাহমুদুল হক সেলিম বলেন, আমরা বিজ্ঞ আদালতে মামলাটি দাখিল করেছি। এ মামলা আদালত শুনানি শেষে থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আমরা চাই সুষ্ঠু বিচার চাই, জনগণের প্রত্যাশিত রায় হোক।
Leave a Reply