যৌনকর্মীরা চোরাবালির শিকারী নয় -দুর্বার মহিলা কমিটির সেক্রেটারি বিশাখা।
ভারতের বৃহত্তম যৌন কর্মীদের কমিটি দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্দোগে একটি প্রেস মিট হয় কলকাতার প্রেস ক্লাবে।
সেখানে আগামী ৩ই মার্চ আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস মিট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের যৌন কর্মীদের কমিটি সাধারণ সম্পাদক শ্রীমতী বিশাখা লস্কর বলেন যে, পৃথিবীর কোন যৌন কর্মীরা কোন ভাবে চোরাবালির শিকারী না হয় তা খেয়াল রাখতে হবে।
তাদের অধিকারকে এবং আন্দোলনকে ভাঙ্গার জন্য বহু কৌশল অবলম্বন করা হয়েছিল। কিন্তু তারা সকল বাঁধাকে অতিক্রম করে আজ যৌন কর্মীদের অধিকারকে ছিনিয়ে নিতে পেরেছেন। সারা ভারতের কয়েক লক্ষ্য যৌন কর্মীদের পদ দেখিয়ে দিয়েছেন তাদের আন্দোলন।
শ্রীমতী বিশাখা লস্কর একান্ত ব্যক্তিগত জানান যে, বর্তমানে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় কয়েক হাজার যৌন কর্মী কাজ করছে। এই যৌন কর্মীদের মাঝে মাঝে হয়রানির শিকার হতে হয়েছে প্রশাসনিক ভাবে কখনো রাজনৈতিক ভাবে কখনো পাড়ার দাদাদের দ্বারা।
তাদের ঐক্যের কাছে হার মানতে হয়েছে সকলকেই। বর্তমানে কলকাতার সোনাগাজী, কালীঘাট, বৌবাজার, খিদিরপুর, ডায়মন্ডহারবার মহকুমা ও বারুইপুরসহ বিভিন্ন যৌন পল্লীতে কয়েক হাজার যৌন কর্মী কাজ করছে। তাদের অধিকার ও নিরাপত্তা ব্যবস্থা দিতে সজাগ দৃষ্টি রেখেছে দুর্বার মহিলা কমিটি।
আগামী ৩ই মার্চ কলকাতার সোনাগাজীতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যৌনকর্মী দিবস।
Leave a Reply