মোরেলগঞ্জে শিশুদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে কর্মরত বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- এর আয়োজনে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (C4D) বিষয়ে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩,২৪ মার্চ শনি ও রোববার বাছাইকৃত শিশুদের নিয়ে মোরেলগঞ্জ তুবা কমিউনিটি সেন্টারে ২দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি-এর স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা কর্মকর্তা ক্যারোলিনা শৈব্যাতজু।
কর্মশালায় সাংবাদিকতার প্রথমপাঠ বিষয় ধারণা প্রদান করেন দৈনিক যুগান্তর মোরেলগঞ্জ প্রতিনিধি ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম।
এছাড়াও কর্মশালায় অন্যান্য অতিথিগণ আলোচনায় অংশগ্রহন করেন।২দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় যোগাযোগ কমিটির সদস্য এবং চাইল্ড ফোরামের সদস্যগণ অংশগ্রহন করে।
Leave a Reply