মোরেলগঞ্জে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ সদ্য প্রায়াত মো. শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান। ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন তালুকদারের পরিচালনায় বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার, বিএনপি নেতা শিকদার ফরিদুল ইসলাম, মরহুমের একমাত্র ছেলে আ্যডভোকেট মো. মাহমুদুল হাসান শুভ প্রমুখ।
সভাশেষে তরুণ সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের রুহের মাগফেরাত কামানায় দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. ইউনুচুর রহমান।
Leave a Reply