বরগুনায় মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন আমতলীর আরজান মোল্লা
আমতলীতে চাওড়া ইউনিয়নের উঃ ঘটখালী গ্রামে মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন মোঃ আরজান মোল্লা।
মুক্তা চাষী মোঃ আরজান মোল্লা বলেন, ২০২১ সালের ইউটিউবের ভিডিও দেখে মুক্তা চাষের প্রতি আগ্রহ জাগে। তারপর আমি ৪ দিনের প্রশিক্ষণ নিয়ে আসি আমতলী ও বরিশাল থেকে।
প্রথমবারে আমি পরীক্ষামূলকভাবে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জ এর আওতায় ২০২১/২০২২ অর্থ বছরে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিস কর্তৃক সহযোগিতা ৩০০০ ঝিনুকে মুক্তা চাষ করি। পরবর্তিতে ৩০০ পিস ঝিনুক ব্যাক্তিগত ভাবে চাষ করি। প্রতি ঝিনুকে আমার খরচ হতো ৪০ থেকে ৫০ টাকা।
তিনি আরো বলেন, আগামী অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে মুক্তা রফতানি করা যাবে। এরই মধ্যে দেশি ও বিদেশী বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছি।
মুক্তা চাষ দেখতে আসা আল জাবের বলেন, আরজান ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম মুক্ত চাষ একটি লাভজনক চাষ। আমার ইচ্ছা আছে আমি আরজান ভাইয়ের কাছ থেকে সকল প্রক্রিয়া জেনে নিয়ে মুক্তা চাষ করব।
এ বিষয়ে উপজেলা মৎস্য ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আরিফুর রহমান বলেন, আরজান মোল্লা ঝিনুকে বর্তমান মুক্তা গ্রেডে আওতায় আসছে আশাকরি তিনি ভালো লাভবান হবেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, আরজান মোল্লাকে মুক্তা চাষের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সার্বিকভাবে মৎস্য বিভাগ থেকে তাকে পরামর্শ প্রদান করে যাচ্ছি। তাকে আমরা একটা প্রদর্শনী দিয়েছি। তাকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। তার স্বপ্ন বাস্তবের পথে রয়েছে। আগ্রহী যে কাউকে মৎস্য অফিস থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
Leave a Reply