নওগাঁয় মান্দার চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় জনবল নিয়োগে অর্ধকোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ
মান্দায় ১২ নং কাঁশোপাড়া ইউপির চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বোর্ড রাজশাহীতে, মোহাম্মদ ইয়াসিন আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন।
আজ শুক্র বার ৮/৯/২৩ইং তারিখে স্কুলের মেইন গেট বন্ধ করে নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ গোচর হলে তাদেকে বিভিন্ন রকমভাবে নিষেধ করে।
একপর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার ওডিজি প্রতিনিধি নিয়োগ বন্ধ করে তারা চলে যায়। এই সময় উপস্থিত জনগণ সংবাদ কর্মীদের কাছে বলেন, মান্দা উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বর্তমান প্রধান শিক্ষকের নানা রকম অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়টির বর্তমানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
অর্থ লেনদেন এর মাধ্যমে প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি সভাপতির সঙ্গে জনবলের জন্য চুক্তি হয় (০১) সহকারী প্রধান শিক্ষক পদে মোঃ সাদেকুল ইসলাম, পিতাঃ আফজাল হোসেন। ০২) কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোঃ মোশারফ হোসেন, পিতাঃ মৃতঃ আজিজুল হক। ০৩) নিরাপত্তা কর্মী পদেঃ মোঃ তারেক হোসেন, পিতাঃ আলাউদ্দিন হোসেন। ০৪) আয়া পদেঃ মোছাঃ নাছিমা খাতুন, পিতাঃ আব্দুর রহমান।
এ বিষয়ে একই এলাকার মোঃ ইয়াকুব আলী সরদার, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ আব্দুস সালাম, ও নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক জনগণ ও ছাত্র-ছাত্রীর অভিভাবকরা বলেন , এই প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নজরুল ইসলামের ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে চালিয়ে যাচ্ছেন, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে।
তারা আরো বলেন, ১৯৬১ সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক নির্বাচিত করা হতো অত্র স্কুলের শিক্ষক মন্ডলীর মধ্য থেকে কিন্তু দুঃখের বিষয় এবারে বহিরাগত শিক্ষককে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান আমার বিষয়ে যে অভিযোগগুলো তুলেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেয়নি।
Leave a Reply